Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ম্যাপ

জীবননগর উপজেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা। 


অবস্থান ও আয়তন

জীবননগর উপজেলাটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত। ২৩°২২´ থেকে ২৩°৩১´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৫´ থেকে ৮৮°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশতে এটি অবস্থিত। এর উত্তরে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পূর্বে কোটচাঁদপুর উপজেলা, দক্ষিণে মহেশপুর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। ভৌগোলিকভাবে কর্কটক্রান্তিরেখা সর্বপ্রথম জীবননগর উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে৷



প্রশাসনিক এলাকা

১৯৯.৩২ বর্গ কিমি ব্যাপ্ত এই উপজেলার প্রশাসনিক এলাকা। এর অবস্থান: ২৩°২২´ থেকে ২৩°৩১´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৫´ থেকে ৮৮°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশ।

পৌরসভাঃ ১ টি - জীবননগর পৌরসভা (আয়তনঃ ১২.৪০ বর্গ কি.মি.);

ইউনিয়নঃ ০৮ টি -

  1.  আন্দুলবাড়িয়া ইউনিয়ন
  2. উথলী ইউনিয়ন
  3. কেডিকে ইউনিয়ন
  4. বাঁকা ইউনিয়ন
  5. মনোহরপুর ইউনিয়ন
  6. রায়পুর ইউনিয়ন
  7. সীমান্ত ইউনিয়ন
  8. হাসাদাহ ইউনিয়ন